কোস্টগার্ডের অভিযানে বিদেশী বিয়ারসহ তিন মাদক পাচারকারী আটক

কোস্টগার্ডের অভিযানে বিদেশী বিয়ারসহ তিন মাদক পাচারকারী আটক
সর্বমোট পঠিত : 79 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান তিনি বলেন, অভিযান চলাকালে ৩ জন ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাদেরকে থামিয়ে তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে বেলজিয়ামের তৈরি ২২ ক্যান বিয়ার পাওয় যায়। পরবর্তীতে বিয়ারসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো (অভি সরকার-২৩, রাতুল ভাওয়াল -১৯ ও সুশান্ত রাজবংশী-২২)।

বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের অধিনস্ত বিজিসি স্টেশন পাগলার একটি টহলদল  কর্তৃক গত ১৪ অক্টোবর  গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক  রাত টায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বুড়িগঙ্গা নদীর পাগলা খেয়াঘাট এলাকা থেকে ২২ ক্যান বিদেশি বিয়ারসহ ০৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান তিনি বলেন, অভিযান চলাকালে ৩ জন ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাদেরকে থামিয়ে তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে বেলজিয়ামের তৈরি ২২ ক্যান বিয়ার পাওয় যায়। পরবর্তীতে বিয়ারসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো (অভি সরকার-২৩, রাতুল ভাওয়াল -১৯ ও সুশান্ত রাজবংশী-২২)।

পরবর্তীতে জব্দকৃত বিয়ারসহ আটককৃত মাদক ব্যক্তিদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকাসমূহে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি