শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ

শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ
সর্বমোট পঠিত : 97 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

তবে করোনা সংক্রমণ এড়াতে, গত বছরের মতো এবারো পূজা মণ্ডপগুলোয় থাকছে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি। এর আগে, ৬ অক্টোবের দেবী দুর্গাার আবাহন বা মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয় দেবী পক্ষের।

শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ সোমবার (১১ অক্টোবর)। পাঁচ দিনের এ উৎসব শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসবকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে প্রস্তুতিও শেষ হয়েছে। 

তবে করোনা সংক্রমণ এড়াতে, গত বছরের মতো এবারো পূজা মণ্ডপগুলোয় থাকছে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি। এর আগে, ৬ অক্টোবের দেবী দুর্গাার আবাহন বা মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয় দেবী পক্ষের। 

পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় চড়ে। ঘোড়া এমন একটি বাহন যা যুদ্ধের যুদ্ধের ইঙ্গিত দেয়। অর্থাৎ এই সময়ে যুদ্ধ, অশান্তি, হানাহানির সম্ভাবনা থাকে।

এবার সারা দেশে ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আর রাজধানীতে পূজা হচ্ছে ২৩৮টি, যা গতবারের চেয়ে চারটি বেশি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি