গাইবান্ধায় সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ

ইপিজেড স্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ
সর্বমোট পঠিত : 130 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বক্তারা বলেন, গাইবান্ধার সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড নির্মিত হলে রাজপথ, রেলপথ, নৌপথ, হেলিপ্যাড কাছাকাছি হওয়ায় বিনিযোগকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী হবে। পরে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতাবীর মুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদল এর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলাবার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নাগরিক মঞ্চ,গাইবান্ধার সদস্য সচিব এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জননেতা কমরেড মিহির ঘোষ, জাসদ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি গোলাম মারুফ মনা,গাইবান্ধা ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী)থর জেলা নেতা মৃণালকান্তি বর্মণ,গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, পলাশবাড়ী উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, পলাশবাড়ী উপজেলা সিপিবিথর সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান সুজন, আওয়ামীলীগ নেতা পলাশ, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।

বক্তারা বলেন,গাইবান্ধার মানুষের মতামত নিয়ে ভূতপূর্ব ডিসিড. আনোয়ারুল হক ইপিজেডের জন্য সাঁকোয়া ব্রীজ এলাকায় স্থাপনের প্রস্তাবনা পাঠিয়ে ছিলেন। সেই প্রস্তাবনাকে গোপন করে আদিবাসী সাঁওতালদের দাবিকৃত তিন ফসলি জমিতে ইপিজেড স্থাপনের ষড়যন্ত্র করা হচ্ছে যা গাইবান্ধা বেশির ভাগএলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি করেন এবং সবার কাছে গ্রহণযোগ্য গাইবান্ধাপলাশবাড়ী সড়কের ঢোল ভাঙ্গার সাঁকোয়া ব্রীজ এলাকার এক ফসলি জমিতে স্থাপন করার দাবি করেন।

বক্তারা বলেন, গাইবান্ধার সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড নির্মিত হলে রাজপথ, রেলপথ, নৌপথ, হেলিপ্যাড কাছাকাছি হওয়ায় বিনিযোগকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী হবে। পরে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি