ফরিদপুরে শিকলবন্দী সেই আব্দুর রহিমের পাশে জেলা প্রশাসন

শিকলবন্দী আব্দুর রহিমের পাশে জেলা প্রশাসন
সর্বমোট পঠিত : 135 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ বিষয়ে বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, ঘটনাটি জানতে পেরে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ছাড়াও যেকোনো বিষয় যখন আমাদের নজরে যা আসে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি। উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরই আব্দুর রহিমের পাশে আছে।

অবশেষে শিকলবন্দী সেই কিশোর আব্দুর রহিমের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশে আব্দুর রহিমের বাড়িতে যান বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক।

এ সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি এবং ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

পরে তাৎক্ষণিকভাবে পরিবারটিকে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হয়। এছাড়াও তার প্রতিবন্ধী কার্ডের বিদ্যমান অনলাইন সমস্যা যাচাইপূর্বক দ্রুত সময়ে সমাধান, চিকিৎসার প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

এর আগে গত ৫ অক্টোবর মঙ্গলবার ‘দুই বছর ধরে শিকলবন্দী কিশোর রহিম’ – শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর উপজেলার ময়না গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে যান প্রশাসনের কর্মকর্তারা।

আব্দুর রহিমের বাবা হাবিবুর রহমান বলেন, সংবাদ প্রকাশের দুই দিনের মধ্যে প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার, চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা এসেছিলেন। তাৎক্ষণিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমার ছেলের চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, ঘটনাটি জানতে পেরে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ছাড়াও যেকোনো বিষয় যখন আমাদের নজরে যা আসে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি। উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরই আব্দুর রহিমের পাশে আছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি