টিকা না নিলে বিনা বেতনে ছুটি

টিকা না নিলে বিনা বেতনে ছুটি
সর্বমোট পঠিত : 117 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

টিকা গ্রহণের ব্যাপারে নাগরিকদের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার। টিকা না নিলে সরকারি চাকরিজীবীদের বিনা বেতনে ছুটিতে পাঠানো হবে। এ ছাড়া যারা টিকা গ্রহণ করবে না, তাদেরকে নৌ, রেল ও আকাশপথে ভ্রমণ করতে দেওয়া হবে না। গত বুধবার এ ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই খবর প্রকাশ করেছে রয়টার্স।

টিকা গ্রহণের ব্যাপারে নাগরিকদের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার। টিকা না নিলে সরকারি চাকরিজীবীদের বিনা বেতনে ছুটিতে পাঠানো হবে। এ ছাড়া যারা টিকা গ্রহণ করবে না, তাদেরকে নৌ, রেল ও আকাশপথে ভ্রমণ করতে দেওয়া হবে না। গত বুধবার এ ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই খবর প্রকাশ করেছে রয়টার্স।

ট্রুডো বলেন, বিশ্বে সরকারি চাকরিজীবীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও অন্যতম। যদি নাগরিক টিকা নেন, নিয়ম মানেন, তাহলে করোনা থেকে সুরক্ষা থাকার স্বাধীনতা আপনার প্রাপ্য।

কানাডার রাজস্ব বোর্ডের তথ্যমতে, দেশটির ফেডারেল কর্মী তিন লাখ। আর ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন আরও প্রায় সাড়ে ৯ লাখ কর্মী রয়েছেন; যা মোট জনসংখ্যার আট শতাংশ।

কানাডায় ইতোমধ্যে প্রাপ্তবয়স্ক আরও ৮০ শতাংশ মানুষকে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দেশটিতে ১২ বা তদূর্ধ্ব বয়সীদের করোনার টিকা দেওয়া হচ্ছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি