মাথায় খুশকি, চুলও পড়ে যাচ্ছে?

সর্বমোট পঠিত : 67 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রত্যহিত জীবনে আমাদের মাথা থেকে রোজই কিছু-না-কিছু চুল ঝরে। আবার স্বাভাবিক নিয়মে তা পূরণ হয়ে যায়। কিন্তু সেটা একটু বাড়তি হলেই দুশ্চিন্তা ও হতাশার দিকে নিয়ে যেতে পারে।

প্রত্যহিত জীবনে আমাদের মাথা থেকে রোজই কিছু-না-কিছু চুল ঝরে। আবার স্বাভাবিক নিয়মে তা পূরণ হয়ে যায়। কিন্তু সেটা একটু বাড়তি হলেই দুশ্চিন্তা ও হতাশার দিকে নিয়ে যেতে পারে।

অতিরিক্ত চুল পড়া সত্যিই বেশ চিন্তার বিষয়। তবে প্রাথমিক পর্যায়ে উপযুক্ত পদক্ষেপ নিলে চুল পড়া কমানো সম্ভব। তবে এ সমস্যায় প্রথমেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। এরপর টায়ফয়েড, ডায়াবেটিস, বায়োটিন ডিফিশিয়েন্সি বা এ রকম অন্য কোনো শারীরিক সমস্যা আছে কি না, তা পরীক্ষা–নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে। চুল পড়ার কারণ যেটাই হোক না কেন, আপনাকে এই সমস্যা সমাধানে কিছু পদক্ষেপ নিতে হবে।

যেমন
খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
ক্লোব্যাক্টেরোল প্রিপারেশন
বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ
কন্ডিশনার ব্যবহার।

কিছু সাধারণ যত্ন
নিয়মিত চুল পরিষ্কার রাখা এবং আঁচড়ানো। কিন্তু অতিরিক্ত আঁচড়ানো চুল পড়া বাড়িয়ে দেয়।
পেঁয়াজ এর রস চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ১০ মিনিট রাখুন | নিয়মিত ব্যবহার করলে নতুন চুল গজাবে।
মেহেদি পাতা কিছু দিন ঘন ঘন ব্যবহার করুন। পাতা বেটে লাগিয়ে শ্যাম্পু করে ফেলুন।
শুকনা আমলকি পানিতে ভিজিয়ে লাগাতে পারেন।
খাঁটি কালো জিরা তেল বা নির্যাস বেশি বেশি ব্যবহার করতে পারেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি