শেরপুর সদর ইউনিয়নে আ.লীগের কার্যালয় উদ্বোধন

লছমনপুর ইউনিয়ন আ.লীগের কার্যালয়ের উদ্বোধন করছেন অতিথিরা
সর্বমোট পঠিত : 345 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আফছর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, প্রিয় বক্তা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড চন্দন কুমার পাল এবং বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

শেরপুর সদর উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগের অফিস উদ্বোধন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার সকালে ৮নং লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারস্থ নতুন দলীয় কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করে হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এর আগে সকাল থেকে হুইপ আতিকের আগমন উপলক্ষে আসন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থীরা মিছিল নিয়ে কুসুমহাটি বাজারে আসতে থাকে। যাদের মধ্যে ছিল বর্তমান চেয়ারম্যান সেলিম মিয়া, শামীম আহম্মেদ, মাসুদ রানা ও আব্দুল হাইয়ের সমর্থকরা।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আফছর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, প্রিয় বক্তা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড চন্দন কুমার পাল এবং বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি ডা. আব্দুস সালাম, কুসুমহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন, ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিলসহ সদর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হুইপ আতিক তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। এখন দেশে কোন অভাব অনটন নেই। কেউ না খেয়ে থাকে না। কারণ শেখ হাসিনা বয়স্ক ভাতা, পুষ্টি ভাতা, বিধবা ভাতাসহ নানা সুযোগ সু্বিধার ব্যবস্থা করেছেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি