মামলা

ব্র্যাক কর্মীকে অপহরণের অভিযোগে মামলা

ব্র্যাক কর্মীকে অপহরণের অভিযোগে মামলা
সর্বমোট পঠিত : 232 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নীলফামারীর জলঢাকায় মনিরা সুলতানা নামে ব্র্যাকের এক মাঠকর্মীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। জলঢাকা থানায় সোমবার বিকেলে মামলাটি করেন তার স্বামী সেলিম রেজা। এর আগে সকাল ১০টার দিকে জলঢাকা শহরের পেট্রোল পাম্প এলাকা থেকে মনিরাকে অপহরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মনিরা জলঢাকায় ব্র্যাক অফিসের কর্মসূচি সংগঠকের দায়িত্ব আছেন। তার স্বামী সেলিম রেজাও একই পদে নীলফামারী সদরের কাজীরহাট ব্র্যাক অফিসে রয়েছেন।


পুলিশ জানায়, সকালে ব্র্যাক অফিস থেকে বের হয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে গ্রামের দিকে যাচ্ছিলেন মনিরা। ভ্যানটি শহরের পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাইক্রোবাসে করে কয়েকজন লোক এসে তাকে তুলে নিয়ে যায়।


জলঢাকা ব্র্যাক অফিসের ব্যবস্থাপক আমিনুল ইসলাম জানান, মনিরা ৮ এপ্রিল ওই অফিসে যোগ দেন। এর আগে তিনি কুড়িগ্রামের উলিপুর শাখায় ছিলেন।


জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। দ্রুত অপহরণকারীদের শনাক্ত করাসহ মনিরাকে উদ্ধার করতে পারব বলে আশা করছি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি