শেরপুরে ২টি বিদ্যালয় পরিদর্শন করলেন হুইপ আতিক

শেরপুরে ২টি বিদ্যালয় পরিদর্শন করলেন হুইপ আতিক
সর্বমোট পঠিত : 376 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ওইসময় হুইপ আতিক বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের পরিবেশ দেখে খুবই খুশি হয়েছেন। তিনি শিক্ষকদের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ের রেজাল্ট সব সময় ভালো হতে হবে।

শেরপুর সদর উপজেলার ছনকান্দা ডাঃ এম টি হোসেন উচ্চ বিদ্যালয় ও সাপমারী উচ্চ বিদ্যালয়ের নির্মিত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। ২৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে ২টি বিদ্যালয় পরিদর্শন করেন।

বিদ্যালয় পরিদর্শনকালে তার সাথে ছিলেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি মজদুল হক মিনু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুল রহমান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোছাঃ নাজমুন নাহার, জেলা তাতীলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সেলিমসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকগণ।

ওইসময় হুইপ আতিক বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের পরিবেশ দেখে খুবই খুশি হয়েছেন। তিনি শিক্ষকদের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ের রেজাল্ট সব সময় ভালো হতে হবে।

তিনি আরোও বলেন, শিক্ষক শিক্ষার্থীর প্রচেষ্ঠায় আমাদের শেরপুরের পাবলিক পরীক্ষার ফলাফল বরাবর ভালো আমরা আশা করি ভবিষ্যতে ফলাফল আরোও ভালো হবে।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি