১৪ শিক্ষার্থী, ৬ শিক্ষক করোনাক্রান্ত ঠাকুরগাঁওয়ে

১৪ শিক্ষার্থী, ৬ শিক্ষক করোনাক্রান্ত ঠাকুরগাঁওয়ে
সর্বমোট পঠিত : 313 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গত ১৬ সেপ্টেম্বর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। এরপর আরও অনেকের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। গত সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে বুধবার পর্যন্ত শিশু পরিবারের ২৫ ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দেওয়া হয়। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজনসহ মোট ১৪ ছাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছয় শিক্ষক এবং সরকারি শিশু পরিবারের বালিকা শাখার ১৪ শিক্ষার্থীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে ৪র্থ শ্রেণির দু’জন, ৫ম শ্রেণির তিনজন, ৬ষ্ঠ শ্রেণির চারজন, ৭ম শ্রেণির দু’জন, ৮ম শ্রেণির একজন, ৯ম শ্রেণির একজন ও ১০ম শ্রেণির একজন রয়েছে। তারা সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি বিদ্যালয়, সোনালী শৈশব ও হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। এরপর আরও অনেকের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। গত সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে বুধবার পর্যন্ত শিশু পরিবারের ২৫ ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দেওয়া হয়। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজনসহ মোট ১৪ ছাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক রিক্তা বানু বলেন, আক্রান্ত ১৪ ছাত্রীকে আমরা আলাদাভাবে রেখেছি। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা ভালো আছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, যারা আক্রান্ত হয়েছে তাদের আইসোলেশন রাখা হয়েছে। তাদের খোঁজখবর ও চিকিৎসা দেওয়া হচ্ছে । আমরা সব সময় স্কুল মনিটরিং করছি। স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়নি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুব আলম জানান, শিশু পরিবারের ১৪ শিক্ষার্থী করোনায় আক্রান্তের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এছাড়া আক্রান্ত শিক্ষকদের আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি