শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বমোট পঠিত : 652 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উল্লেখ্য, শেরপুর জেলায় এবার ১৫১টি পূজাম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর সদরে ৬৬, নালিতাবাড়ীতে ৩৭, নকলায় ১৯, ঝিনাইগাতীতে ২০ ও শ্রীবরদী উপজেলায় ৯টি মন্ডপ রয়েছে।

‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  দুপুরে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সুব্রত কুমার দে।  সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রিয় যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কুমার বল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রিয় যুব বিষয়ক সম্পাদক ভজ গোপাল দেবনাথ।

সভায় আরো বক্তব্য দেন জেলা পূজা পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি প্রকাশ দত্ত, সহসভাপতি যাদব চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ সাহা, উপদেষ্টা হরিদাস সাহা, জীবন কৃষ্ণ বসু, প্রদীপ রঞ্জন দে, তাপস কুমার সাহা, দিলীপ কুমার পোদ্দার, দেবাশীষ সাহা রায়, দাতা সদস্য অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, সাংগঠনিক সম্পাদক শরণ রায়, নারী বিষয়ক সম্পাদক রমা সাহা, গোপাল জিউর মন্দির কীর্ত্তণ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার, নকলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার, নালিতাবাড়ী উপজেলা কমিটির সভাপতি শিবু দে, সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়,  পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজন সরকার প্রমুখ।
    
সভায় বক্তারা সরকারি বিধি নিষেধ মেনে ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। একইসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ১৮ দফা নির্দেশনাগুলো মেনে পূজা-অর্চনা করার জন্য সকল মন্দির ও পূজাম-প কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, উপদেষ্টা ম-লী ও সদর উপজেলার সকল দুর্গাপূজা ম-পের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।



মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি