বাজার

বাজার ভরা দেশি ফলে

বাজার ভরা দেশি ফলে
সর্বমোট পঠিত : 343 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পঞ্চগড়ের হাট-বাজারগুলো এখন ম ম করছে নানা জাতের মৌসুমি ফলের ঘ্রাণে। দামও রয়েছে মানুষের হাতের নাগালে। এ বছর তেমন প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ফলের খুব বেশি ক্ষতি না হওয়ায় বাজারে রয়েছে ফলের ব্যাপক সরবরাহ। প্রথমে জাতভেদে ৬০ থেকে ১২০ টাকায় আম বিক্রি হলেও এখন দাম কমে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকায়। লিচু বিক্রি হচ্ছে প্রতি শ ২২০ থেকে আটশ টাকায়। এ ছাড়া জাম, জামরুল, লটকনের দামও বেশ কম।

দাম কম থাকায় অন্য জেলার ব্যবসায়ীরা এখান থেকে ফল কিনে নিয়ে গিয়ে রাজধানীসহ বিভিন্ন জায়গার বাজারে বিক্রি করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান নিউজবাংলাকে জানান, আগামী পাঁচ বছরের মধ্যে পঞ্চগড়ের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক আকারে বিভিন্ন ফলের আবাদ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। চাষিদের প্রশিক্ষিত করা হচ্ছে বিভিন্নভাবে। জেলার চাহিদা মিটিয়ে ফল সরবরাহ করা হবে দেশের বিভিন্ন জায়গায়। এতে চাষিরা লাভবান হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি