বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সর্বমোট পঠিত : 71 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট হোসেন বলেন, বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশু মিনহাজ। খেলা করা অবস্থায় পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে পুকুরে শিশু মিনহাজের লাশ ভেসে ওঠে। সেখান থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুরের বকশীগঞ্জে মিনহাজ (৪) নামের এক শিশু বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালর চর পশ্চিম পাড়া গ্রামে এঘটনা ঘটে।  

নিহত মিনহাজ বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালর চর পশ্চিম পাড়া গ্রামের নুর নবীর ছেলে।

বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট হোসেন বলেন, বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশু মিনহাজ। খেলা করা অবস্থায় পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে পুকুরে শিশু মিনহাজের লাশ ভেসে ওঠে। সেখান থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী বলেন, হাসপাতালে আনার আগেই শিশু মিনহাজের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি