বগুড়া সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জনতার পুলিশ হয়ে বগুড়ায় জিরো টলারেন্সভাবে কাজ করবে পুলিশ- এসপি সুদীপ চক্রবর্তী

বগুড়া সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সর্বমোট পঠিত : 170 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বক্তারা তাদের বক্তব্যে সদর থানা এলাকাতে শতভাগ মাদক ও সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে মর্মে জানান। এছাড়াও হঠাৎ করে বেড়ে যাওয়া চুরি ও ছিনতাই রোধ, দাদন ব্যবসা বন্ধ, যানবাহনে চাঁদাবাজি বন্ধ, যানযট নিরসন, বিট পুলিশিং অফিসে নিয়মিত যাতায়াতের মাধ্যমে এই কার্যক্রমকে আরো জোরদার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে নানা বিষয়ে বক্তারা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দৃষ্টি আকর্ষণ করেন।

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম-সেবা বলেছেন, জনতার পুলিশ হয়ে বগুড়ায় অপরাধ নির্মূলের মাধ্যমে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জিরো টলারেন্সভাবে কাজ করবে পুলিশ। বাংলাদেশ পুলিশের আইজিপি’র নেতৃত্বে দেশব্যাপী যে বিট পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে তা বগুড়ায় আরো সক্রিয় করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নিরাপদ ও আদর্শ বগুড়া গড়তে মাদক ও সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলা হবে সেই লক্ষ্যে কাউকেই ছাড় দেয়া হবেনা।

বগুড়া সদর থানার আয়োজনে মঙ্গলবার বিকেলে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে তে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী এবং সদর সার্কেলের অতিরিক্ত পুর্লিশ সুপার ফয়সাল মাহমুদ।

গণমাধ্যমকর্মী সঞ্জু রায়ের পরিচালনায় ওপেন হাউজ ডে’র মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, প্যানেল মেয়র-২ আলহাজ¦ শেখ, সদরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে শাখারিয়ার কামরুল হুদা উজ্জ্বল, ফাঁপোড়ের মহরম আলী, গোকুলের সওকাদুল ইসলাম সবুজ, সাবগ্রামের আবু সালেহ নয়ন, নামুজার রাসেল, নুনগোলার আব্দুল আলিম, বগুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ যথাক্রমে তরুণ কুমার চক্রবর্তী, রোস্তম আলী, আরিফুর রহমান আরিফ, এরশাদুল বারী, তৌহিদুল ইসলাম বিটু, ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ, কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষে শিশির মোস্তাফিজসহ জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে সদর থানা এলাকাতে শতভাগ মাদক ও সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে মর্মে জানান। এছাড়াও হঠাৎ করে বেড়ে যাওয়া চুরি ও ছিনতাই রোধ, দাদন ব্যবসা বন্ধ, যানবাহনে চাঁদাবাজি বন্ধ, যানযট নিরসন, বিট পুলিশিং অফিসে নিয়মিত যাতায়াতের মাধ্যমে এই কার্যক্রমকে আরো জোরদার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে নানা বিষয়ে বক্তারা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর (অপারেশন) শাহীন আলম, থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল হক ভূঁইয়াসহ সকল ফাঁড়ির ইনচার্জ এবং বগুড়া পৌর এলাকার বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি