মৃত্যুর ক্ষণ গুনতে গুনতে হারিয়েই গেলো শিশুটি

শরীরের বাইরে হৃদপিণ্ড নিয়ে জন্ম নেওয়া শিশুটি আর বেঁচে নেই

জন্ম নেওয়া শিশুটি আর বেঁচে নেই
সর্বমোট পঠিত : 380 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

স্থানীয় ওই ক্লিনিকের পরিচালক ডা. হিরণ্ময় হালদার জানান, জন্মের পরই দেখতে পান নবজাতক কন্যা শিশুটির হৃদপিণ্ড শরীরের ভেতরে নয়, বাইরে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শে শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটি ভর্তি না নিয়ে চিকিৎসকরা ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করেন। শেষে রাজধানীর বারডেম হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বরিশালের আগৈলঝাড়ায় সোমবার (২০ সেপ্টেম্বর) সাড়ে তিনটায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায়শরীরের বাইরে হৃদপিণ্ড নিয়ে জন্ম নেওয়া শিশুটির মৃত্যু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

স্থানীয় ওই ক্লিনিকের পরিচালক ডা. হিরণ্ময় হালদার জানান, জন্মের পরই দেখতে পান নবজাতক কন্যা শিশুটির হৃদপিণ্ড শরীরের ভেতরে নয়, বাইরে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শে শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটি ভর্তি না নিয়ে চিকিৎসকরা ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করেন। শেষে রাজধানীর বারডেম হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এদিকে বারডেমের চিকিৎসকরা জানিয়েছিলেন, শিশুটিকে আইসিইউ’তে ভর্তিসহ পরবর্তী অপারেশনের জন্য খরচ হবে প্রায় আট থেকে ১০ লাখ টাকা।

কিন্তু চিকিৎসার জন্য এতো টাকা না থাকায় শিশুটির পরিবার পুনরায় ঢাকা থেকে বাড়িতে নিয়ে এসে আবারও স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।

এদিকে শিশুটির চিকিৎসার জন্য পরিবার থেকে আর্থিক সহযোগিতা প্রার্থনা করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম উন্নত চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থকে প্রাথমিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন। ইতিমধ্যে এগিয়েও এসেছিলেন সমাজের অনেকেই।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি