বগুড়ায় প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা রোধে আলোচনা সভা

প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- পিআইবি মহাপরিচালক

বগুড়ায় প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা রোধে আলোচনা সভা
সর্বমোট পঠিত : 673 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ডাব্লিউডিডিএফ এর সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে সভার সার্বিক পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহান মিষ্টি। এছাড়াও সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার বগুড়া শাখার প্রোজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল ফয়সাল। সংস্থার ঢাকা অফিসের প্রোগ্রাম অ্যাসোসিয়েট কো-অর্ডিনেটর হুমায়ুন কবীরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, সাংবাদিক হিসেবে নিজেদের দায়বদ্ধতা থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করতে হবে। শুধু তাই নয় গুরুত্বের সাথে তাদের অধিকারের সাথে সম্পর্কিত সংবাদ প্রকাশ আরো বাড়াতে হবে এবং সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষনের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।


‘উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (ডাব্লিউডিডিএফ) এর আয়োজনে এবং এ্যারো ও ইউনাইটেড নেশনস ট্রাস্ট ফান্ডের সহযোগিতায় রবিবার দিনব্যাপী বগুড়া শহরের রেড চিলিস্ রেস্টুরেন্টের সভাকক্ষে অনুষ্ঠিত ‘প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন।

ডাব্লিউডিডিএফ এর সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে সভার সার্বিক পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহান মিষ্টি। এছাড়াও সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার বগুড়া শাখার প্রোজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল ফয়সাল। সংস্থার ঢাকা অফিসের প্রোগ্রাম অ্যাসোসিয়েট কো-অর্ডিনেটর হুমায়ুন কবীরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।

এছাড়াও সভায় মুক্ত আলোচনায় সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন হাসিবুর রহমান বিলু, গনেশ দাস, ইলিয়াস হোসেন, কালাম আজাদ, মমিনুর রশিদ, মেহেরুল সুজন, শাওন রহমান এবং সঞ্জু রায়। আলোচনায় বক্তারা বলেন, দেশে মোট জনসংখ্যার ৯ দশমিক শূন্য ৭ শতাংশ মানুষ প্রতিবন্ধী। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশে প্রতিবন্ধী নারীর সংখ্যা প্রায় ৮২ লাখ। যার মাঝে বাংলাদেশে প্রতিবন্ধী নারীদের ৯৬ শতাংশই মানসিক, শারীরিক এবং যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন। তাই প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত গঠিত কমিটির কার্যকারিতা বাড়ানো, সরকারের বিভিন্ন সেবামূলক দপ্তরে তাদের অবাধ ও সুবিধাজনক যাতায়াতের ব্যবস্থাকরণ, এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্যে সরকারের দেয়া বরাদ্দ শতভাগ স্বচ্ছতার সাথে সুষ্ঠু বন্টন, যেকোন জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদের উপর কোন নির্যাতন ঘটলে তা সংবেদশীলতার মাধ্যমে প্রকৃত ঘটনা সংবাদের মাধ্যমে সকলের সামনে তুলে আনাসহ প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা রোধে ঐক্যবদ্ধভাবে ইতিবাচক মানসিকতায় কাজ করতে হবে। সভায় বগুড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংস্থার পক্ষে আরো উপস্থিত ছিলেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর তাসমিয়াহ রশিদ শশী, প্রোজেক্ট ফ্যাসিলিটেটর যথাক্রমে ফারহানা হেনা ও গোলাম কিবরিয়া প্রমুখ।


    

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি