সাবেক ক্রিকেটার আল আমিন জগিং করতে গিয়ে মারা গেছেন

সাবেক ক্রিকেটার আল আমিন জগিং করতে গিয়ে মারা গেছেন
সর্বমোট পঠিত : 309 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আল আমিন ইবনে আব্দুল্লাহ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সতীর্থরা তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। আল আমিন ইবনে আব্দুল্লাহ ময়মনসিংহ শহরের গোলকী বাড়িতে বসবাস করতেন। তিনি প্রথম শ্রেণির একজন সাবেক কৃতি ক্রিকেটার ছিলেন।

সাবেক ক্রিকেটার আল আমিন ইবনে আব্দুল্লাহ (৪৮) আর নেই। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে হাঁটতে ও জগিং করতে গিয়ে তিনি স্ট্রোক করে পড়ে যান। পার্কে এসময় অন্যান্য পর্যটকরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর সেখানেই তার মৃত্যু হয়। রবিবার সকাল ১১টায় ময়মনসিংহ জিলা স্কুল মাঠে তার প্রথম জানাজা এবং দুপুরে তার নিজবাড়ি গৌরীপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাথ দাফন করা হয়।

আল আমিন ইবনে আব্দুল্লাহ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সতীর্থরা তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। আল আমিন ইবনে আব্দুল্লাহ ময়মনসিংহ শহরের গোলকী বাড়িতে বসবাস করতেন। তিনি প্রথম শ্রেণির একজন সাবেক কৃতি ক্রিকেটার ছিলেন।

তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া স্পোর্টিংক্লাব, সিটি ক্লাব ও জিএমসিসি-সহ অন্যান্য ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র ছিলেন আল আমিন।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি