নাটোর

৭ দিনের কঠোর বিধিনিষেধে নাটোর

৭ দিনের কঠোর বিধিনিষেধে নাটোর
সর্বমোট পঠিত : 219 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নাটোর জেলা সদর ও সিংড়া পৌরসভায় সাত দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে ১৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। জেলা প্রশাসক মো. শাহরিয়াজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার এই বিধিনিষেধ জারি করেন। বিধিনিষেধের আওতায় যা যা রয়েছে-

১) সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।


২) শপিংমল, মার্কেট, রেস্টুরেন্ট ও সব ব্যবসাপ্রতিষ্ঠান (ওষুধ, চিকিৎসাসেবা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত) বন্ধ থাকবে।


৩) সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় গণজমায়েত বন্ধ থাকবে।


৪) পর্যটনস্থল, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।


৫) অতি জরুরি প্রয়োজনে মাস্ক পরা ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।


৬) কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী পরিবহন এবং আন্তজেলা পরিবহন সেবা এ আদেশের আওতাবহির্ভূত থাকবে।


৭) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানসমূহ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।


৮) সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর ও সংস্থা এ আদেশের আওতাবহির্ভূত থাকবে।


৯) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সরকারের অন্যান্য নির্দেশনা জারি থাকবে।


জেলা প্রশাসক জানান, এই নির্দেশনাগুলো কেউ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।


করোনা সংক্রমণ রোধে সারা দেশের সীমান্তবর্তীসহ বেশ কয়েকটি জায়গায় লকডাউন ও বিধিনিষেধ জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি