মোংলায় বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম'র অকাল প্রয়াণে শোক সভা

বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম'র অকাল প্রয়াণে শোক সভা
সর্বমোট পঠিত : 78 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শোক সভায় বক্তারা বলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শেখ আব্দুস সালাম একজন দেশপ্রেমিক প্রগতিশীল বুদ্ধিজীবী ছিলেন। শান্তি-সম্প্রীতি ও অহিংস বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রসৈনিক ছিলেন। তারঁ মৃত্যুতে মোংলার অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। শোক সভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শেখ আব্দুস সালামের কন্যা সাদিয়া আফরিন, সুমাইয়া শারমিন অপি ও জামাতা মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা অহিংস বাংলাদেশ প্রতিষ্ঠা আন্দোলনের তরুনদের অভিভাবক জাতির শ্রেষ্ঠ সন্তান এ্যাড. শেখ আব্দুস সালাম’র অকাল প্রয়াণে মোংলা নাগরিক সমাজ এবং ব্রেভ ইয়ুথ এন্ড উইমেন গ্রুপের আযোজনে ১২ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যা ৭টায় শোক সভায় সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র শেখ আব্দুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাধারন সম্পাদক মোঃ হাসান গাজী, নাগরিক নেতা পীযুষ কান্তি মজুমদার, নাজমুল হক, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের ব্রেভ প্রকল্পের কাজী মিজানুর রহমান, প্রথম আলো বন্ধু সভার সভাপতি আবুল কাশেম প্রমূখ।

শোক সভায় বক্তারা বলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শেখ আব্দুস সালাম একজন দেশপ্রেমিক প্রগতিশীল বুদ্ধিজীবী ছিলেন। শান্তি-সম্প্রীতি ও অহিংস বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রসৈনিক ছিলেন। তারঁ মৃত্যুতে মোংলার অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। শোক সভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শেখ আব্দুস সালামের কন্যা সাদিয়া আফরিন, সুমাইয়া শারমিন অপি ও জামাতা মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

শোক সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। শোক সভার শুরুতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শেখ আব্দুস সালাম’র স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি