মোংলা বন্দরে বিভিন্ন ক্যাটাগরীতে নিয়োগ পরিক্ষা শুরু

মোংলা বন্দরে নিয়োগ পরিক্ষা
সর্বমোট পঠিত : 751 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, করোনা মহামারীর কারনে বন্দরের নিয়োগ পরিক্ষা বন্ধ ছিল। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে নিয়োগ পরিক্ষা শুরু হয়েছে। ধারাবাহিকভাবে আমরা সকল নিয়োগ পরিক্ষা সম্পন্ন করবো।

বৈশ্বিক মহামারী করোনা তান্ডব শিথিল হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে পৃথিবী। এরমধ্যে সরকারি বিধি অনুসরণ করে খুলতে শুরু করেছে সবকিছুই।  রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কঠোর স্বাস্থ্য বিধির মধ্যদিয়ে খুলনা মহানগরীর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল মোংলা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা। ছয়টি পদের বিপরীতে শতাধিক প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। আর এসব সরাসরি নিজে তদারকি করেন মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ মুসা।

সূত্রে জানা গেছে, রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় লিখিত পরীক্ষা হয়েছে সহকারী ব্যবস্থাপক, লেডি মেডিকেল অফিসার, প্রোগ্রামার (অস্থায়ী রাজস্ব), চিকিৎসা কর্মকর্তা, সিনিয়র নার্স (অস্থায়ী) ও ফোরম্যান (তড়িৎ) ডিপ্লোমাধারী পদে।

 লিখিত পরীক্ষা পর মৌখিক পরীক্ষার মাধ্যমে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ফলাফল প্রদান করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, করোনা মহামারীর কারনে বন্দরের নিয়োগ পরিক্ষা বন্ধ ছিল। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে নিয়োগ পরিক্ষা শুরু হয়েছে। ধারাবাহিকভাবে আমরা সকল নিয়োগ পরিক্ষা সম্পন্ন করবো।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি