ভালোবাসা নিয়েই আমি উঠেছি আবার ভালোবাসা নিয়েই হারিয়ে যাবো- হুইপ আতিক

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক
সর্বমোট পঠিত : 191 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক বলেন, আমার এলাকার জনগণ আমাকে ভালোবাসে। আমি ভালোবাসা নিয়েই আমি উঠেছি আবার ভালোবাসা নিয়েই আমি হারিয়ে যাবো। শেরপুর জেলা সেচ্ছাসেবক লীগের কমিটি এমন লোকদের নিয়ে আসতে হবে যাদের শেরপুরের মাটির সাথে সম্পর্ক তাদেরকে নেতৃত্বে আনলে দল শক্তিশালী হবে। সেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শেরপুরে আওয়ামী সেচ্ছাসেবক লীগ শেরপুর জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট শনিবার বিকেলে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবির। কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের নির্বাহী সদস্য এহতেশামুল হক সুমন সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইরান।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক বলেন, আমার এলাকার জনগণ আমাকে ভালোবাসে। আমি ভালোবাসা নিয়েই আমি উঠেছি আবার ভালোবাসা নিয়েই আমি হারিয়ে যাবো। শেরপুর জেলা সেচ্ছাসেবক লীগের কমিটি এমন লোকদের নিয়ে আসতে হবে যাদের শেরপুরের মাটির সাথে সম্পর্ক তাদেরকে নেতৃত্বে আনলে দল শক্তিশালী হবে। সেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন বলেন, বিশ্ব মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগ’র প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ’র বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম’র দিকনির্দেশনায় আমাদের পথচলা, ওয়ান ইলেভেনে অবৈধ সরকারের সময় জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে স্বেচ্ছাসেবক লীগ রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের পানি সম্পদ সম্পাদক জামিল আহম্মেদ,নির্বাহী সদস্য মোহাম্মদ গোলাম রব্বানী, ময়মনসিংহ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন, জামালপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, শেরপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আ.স.ম নাসিম কাকন, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন আহমেদ, অজয় কুমার চক্রবর্তী জয়, সরোয়ার হোসেন প্রমুখ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি