চট্টগ্রাম

চট্টগ্রামে বেড়ে উঠছে ‘বাইডেন’

চট্টগ্রামে বেড়ে উঠছে ‘বাইডেন’
সর্বমোট পঠিত : 228 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্ষমতা গ্রহণের পরই প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা ছয় মাস বয়সী এক রয়েল বেঙ্গল টাইগার শাবকের নাম রেখেছেন ‘জো বাইডেন’।


ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস শুক্রবার ঘটনাটি প্রকাশ করেছে। দূতাবাসের ফেসবুক পেজে ব্যাঘ্রশাবকটির ছবিও প্রকাশ করা হয়।


হ্যাশট্যাগ দিয়ে এতে লেখা হয়, ‘জানেন কি যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনার জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রতি সম্মান জানাতে চট্টগ্রাম চিড়িয়াখানার ছয় মাস বয়সী একটি বাঘের ছানার নাম দেয়া হয়েছে “জো বাইডেন”?’


পোস্টে আরও লেখা হয়, ‘গত পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দীর্ঘস্থায়ী ও শক্তিশালী অংশীদারত্ব নিয়ে কাজ করছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অব্যাহতভাবে কাজ করবে।’


দূতাবাসের পোস্টে আরও লেখা হয়, ‘জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীব্যাপী আমাদের প্রতিবেশ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং বিভিন্ন প্রাণ-প্রজাতি বিলুপ্তির হুমকিতে পড়ছে। আমরা আপনাকে জীববৈচিত্র্য সুরক্ষা ও প্রকৃতির জন্য সমাধান অন্বেষণে অংশ নিতে এবং জীববৈচিত্র্যের উপকার সাধন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে প্রকৃতিভিত্তিক সমাধান ব্যবহারে উৎসাহিত করছি। জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজন বিশ্ব সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততা।’


নির্বাচনে জিতেই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বাইডেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে তার জলবায়ুবিষয়ক প্রধান উপদেষ্টা নিয়োগ দেন এবং যুক্তরাষ্ট্রের প্যারিস চুক্তিতে ফিরে আসার ঘোষণা দেন।


আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৬) উল্লেখযোগ্য ফলাফলের লক্ষ্যে সম্প্রতি একটি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশসহ ৪১ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি