শহরের খাবার গ্রামে

৩ বোনের অনলাইন রেস্তোরাঁ, শহরের খাবার গ্রামে

৩ বোনের অনলাইন রেস্তোরাঁ, শহরের খাবার গ্রামে
সর্বমোট পঠিত : 221 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শহর-নগরের রেস্তোরাঁর মুখরোচক পিৎজা, বার্গার, বিরিয়ানি, ফ্রায়েড রাইস প্ল্যাটার, পাস্তাসহ বাহারি মজার সব খাবার এখন পৌঁছে যাচ্ছে গ্রামেও। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে মিলছে এ সব স্বাদের খাবার। শহরের নামি-দামি খাবার গ্রামের মানুষের দোরগোড়ায় নিয়ে গেছেন তিন সহোদরা। কয়েক মাস ধরে চলছে তাদের অনলাইন রেস্তোরাঁ। পাওয়া যায় চাহিদা মতো সব খাবার। তবে অর্ডার দিতে হয় দুই ঘণ্টা আগে।

তামাই গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান জাকিয়া আফরোজ চয়ন, জুলিয়া আফরোজ নয়ন ও নুসরাত জেরিন অয়ন। চয়ন জানান, তিন বোন আর মা-বাবাকে নিয়ে তাদের সংসার। বোনদের মধ্যে চয়ন সবার বড়। চয়ন ঢাকার একটি বেসরকারি কলেজ থেকে স্নাতক (সম্মান) শেষ করে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হওয়ার কথা। করোনার কারণে তা হয়ে ওঠেনি৷ নয়ন স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আর অয়ন ১০ম শ্রেণীতে পড়ে। চয়ন গত বছর মার্চে করোনার লকডাউনের সময় ঢাকা থেকে গ্রামে যান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি