বাড়ল বরাদ্দ

বরাদ্দ বাড়ল বেসামরিক বিমান ও পর্যটন খাতে

বরাদ্দ বাড়ল বেসামরিক বিমান ও পর্যটন খাতে
সর্বমোট পঠিত : 252 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নতুন অর্থবছরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। নতুন অর্থবছরে তিনি এ খাতের জন্য ৪ হাজার ৩২ কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব করেছেন। এটি মোট প্রস্তাবিত বাজেটের শূন্য দশমিক ৬৬ শতাংশ। ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বরাদ্দ ছিল ২ হাজার ৯৮৪ টাকা।

এটি বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১২ শতাংশ বেশি। আর মূল বাজেটের চেয়ে ৬ দশমিক ২৮ শতাংশ বেশি। বাজেট বক্তৃতায় পর্যটন শিল্পের উন্নয়নে নানা পদক্ষেপ নেয়ার কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে পর্যটন শিল্পকে একটি উন্নত, টেকসই ও সমৃদ্ধ খাত হিসেবে গড়ে তুলতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। পর্যটন খাত করোনা ভাইরাস মহামারির নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার জন্য সরকার স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটন কার্যক্রম চালু রাখার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন করেছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি