দিবসটি উপলক্ষে সকাল ১১টায় ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
শেরপুরের ঝিনাইগাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, শিক্ষক রোস্তম আলী, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু, শিক্ষার্থী ¯েœহা প্রমুখ।
বক্তারা বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির বিকল্প নেই। দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে দুর্নীতিকে শিকড় থেকে উচ্ছেদ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার পর্যন্ত সবাইকে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে পারলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সহজ হবে।
মন্তব্য