ব্যাকআপ হিসেবে পাঁচজনকে ডাকল স্পেন

ব্যাকআপ হিসেবে পাঁচজনকে ডাকল স্পেন
সর্বমোট পঠিত : 237 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ইউরো শুরু হওয়ার ঠিক পাঁচদিন আগে স্পেন জাতীয় দলের অধিনায়ক সার্হিও বুস্কেটস করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর বেশ চিন্তিত দেশটির ফুটবল ফেডারেশন। অন্য খেলোয়াড়দের করোনাভাইরাস ধরা পড়ার আগেই তারা বাড়তি পাঁচ খেলোয়ারকে ব্যাকআপ হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে।

লুই এনরিকের স্কোয়াডে ডাক পেয়েছেন লিডস ইউনাইটেডের রদ্রিগো মরেনো, ভালেন্সিয়ার কার্লোস সোলের, সেলতা ভিগোর ব্রাইস মেনদেস, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের পাবলো ফরনালস ও ভিয়ারিয়ালের ৩৫ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার রাউল আলবিওল।


স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে স্কোয়াডে তাদের অন্তর্ভুক্তি।


এই পাঁচ ফুটবলার এখনও দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। আলাদা বায়ো বাবলে থেকে অনুশীলন করবেন। বুস্কেটসের সংস্পর্শে আসা অন্য কারও পজিটিভ আসলে তারা মূল দলে যুক্ত হবেন। বিবৃতিতে বলা হয়, ‘সার্হিও বুস্কেটসের পজিটিভ ফল আসার প্রেক্ষিতে দলের কোচিং স্টাফ অনুশীলনে বাড়তি একদল ফুটবলারকে যোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা লুই এনেরিকের অধীনে আলাদা বাবলে অনুশীলন করবেন।’


সোমবার পজিটিভ আসা বুস্কেটসকে আইসোলেশনে রাখা হয়েছে। তার কোনো উপসর্গ নেই। অধিনায়ককে ছাড়াই পুরো স্কোয়াড অনুশীলন চালিয়ে যাবে। ইউরো শুরু হচ্ছে শুক্রবার। তবে স্পেন তাদের প্রথম ম্যাচ খেলবে সোমবার।


সুইডেনের বিপক্ষে ওই ম্যাচের দুইদিন আগে অর্থাৎ শনিবার পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবেন স্পেনের কোচ লুইস এনরিকে।


ইউরো শুরু হওয়ার আগে মঙ্গলবার নিজেদের সবশেষ প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। মঙ্গলবার লেগানেসে লিথুয়েনিয়ার বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।


টুর্নামেন্টের গ্রুপ ই-তে খেলবে স্পেন। সুইডেনের বিপক্ষে ১৪ জুন টুর্নামেন্ট শুরু করার পর ১৯ জুন পোল্যান্ডের বিপক্ষে খেলবে তিনবারের চ্যাম্পিয়নরা। এর তিনদিন পর স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে তাদের গ্রুপ পর্ব।


আইসোলেশনে থাকায় বুস্কেটস এর প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না। এনেরিকে যদি তাকে চূড়ান্ত দলে রাখেন তাহলে স্লোভাকিয়ার বিপক্ষে ২২ জুন তাকে মাঠে দেখা যেতে পারে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি