সকালে নেত্রকোণা পৌরসভা প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পাবলিক হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নেত্রকোণায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
শহীদুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
সকালে নেত্রকোণা পৌরসভা প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পাবলিক হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাফিকুজ্জামান, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদুসহ অন্যরা বক্তব্য রাখেন।
পরে জেলা ও উপজেলা পর্যায়ের অদম্য নারী, অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী নারী,সফল মাতাসহ ৫টি ভাগে ৫জন নারীকে সন্মানে ভূষিত করা হয়।
মন্তব্য