বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপির গণদোয়াতে নেতাকর্মীদের ঢল

সর্বমোট পঠিত : 31 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

দোয়া পূর্বে আয়োজনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল কমির বাদশা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে নিয়েছিলো হাসিনা। নির্যাতন চালিয়ে অসুস্থ করে দিয়েছেন তাকে । খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী। দেশ বিদেশ থেকে চিকিৎসকরা এসে খালেদা জিয়াকে সুচিকিৎসা দিচ্ছেন। বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশের সকল মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল করেছে। গরু ছাগল সদকায়ে জারিয়া দিয়েছে। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষরা মন্দিরে প্রার্থনা করেছে। ইনশাআল্লাহ খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবারো দেশের মানুষের জন্য কাজ করবেন।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে গণদোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ-আসর শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এই গণদোয়া অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির ২৪টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজারো মানুষের ঢল নেমেছিলো এই গণদোয়ায়।

দোয়া পূর্বে আয়োজনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল কমির বাদশা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে নিয়েছিলো হাসিনা। নির্যাতন চালিয়ে অসুস্থ করে দিয়েছেন তাকে । খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী। দেশ বিদেশ থেকে চিকিৎসকরা এসে খালেদা জিয়াকে সুচিকিৎসা দিচ্ছেন। বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশের সকল মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল করেছে। গরু ছাগল সদকায়ে জারিয়া দিয়েছে। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষরা মন্দিরে প্রার্থনা করেছে। ইনশাআল্লাহ খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবারো দেশের মানুষের জন্য কাজ করবেন।

গণ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আতাউল্লাহ নিজামী। দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, কাজী রফিকুল ইসলাম, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এড. পিপি আব্দুল বাছেদ, আব্দুল মুহিত তালুকদার, ফজলুল বারী তালুকদার বেলাল, ডা. শাহ মো: শাজাহান আলী, সাবেক পিপি এড. সাইফুল ইসলাম, এড. মোজাম্মেল হক, এড. রফিকুল ইসলাম, জেলা বিএনরি সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জেলা জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীল আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন প্রমুখ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি