সুন্দরবনের দস্যু দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার 

সর্বমোট পঠিত : 44 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর রবিবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করা করে।

গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত বনদস্যু দুলাভাই বাহিনীর কাছে মুক্তিপণের দাবিতে জিন্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ডপশ্চিম জোন। এসময় দস্যুবাহিনীর আস্তানায় তল্লাশী করে অস্ত্র ও গুলি জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর রবিবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করা করে।

 অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ডাকাত দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি