খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে জুবাইদা রহমান

সর্বমোট পঠিত : 12 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডা. জুবাইদা চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তাঁকে সঙ্গে নিয়ে তিনি লন্ডন যাবেন। তাদের সঙ্গে যাবেন আরও কয়েকজন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তাঁর পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জুবাইদা রহমান। এর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি। বেলা পৌনে ১২টার দিকে হাসপাতালে পৌঁছায় তাঁর গাড়িবহর। 

জুবাইদা রহমানের ফেরা উপলক্ষে বিমানবন্দের নিরাপত্তাও জোরদার করা হয় সকাল থেকে। বিমানবন্দরে তাঁর আগমন উপলক্ষে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক ও বিএনপির প্রতিনিধিদল।

এরআগে যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পথে রওনা হন জুবাইদা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে লন্ডন থেকে এসেছেন খালেদা জিয়ার পুত্রবধূ।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডা. জুবাইদা চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তাঁকে সঙ্গে নিয়ে তিনি লন্ডন যাবেন। তাদের সঙ্গে যাবেন আরও কয়েকজন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিতে আগামীকাল শনিবার কাতারের আমির একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন। আর শারীরিক অবস্থা বিবেচনায় রোববার এ অ্যাম্বুলেন্সেই নেওয়া হতে পারে খালেদা জিয়াকে। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় গত ২৩ নভেম্বর রাতে। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় সিসিইউতে। সেখানেই যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল ও দেশি চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের সিদ্ধান্তে তাঁকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বহন করা কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটিতে যেকোনো প্রতিকূলতার মধ্যেও যাতে চিকিৎসা দেওয়া যায়, সেজন্য সব প্রস্তুতি রাখা হয়েছে।

এরআগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনবারের এ সাবেক প্রধানমন্ত্রী লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স করে তিনি লন্ডনে যান। চিকিৎসা শেষে ৬ মে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তিনি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি