২০১৮ সালের সেই আলোচিত বিএনপির এমপি প্রার্থী প্রিয়াংকা আবারো নির্বাচনী মাঠে

সর্বমোট পঠিত : 68 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

তিনি বলেন, আমি আপনাদের সন্তান। আমি সেবা করার জন্যই এসেছি,  আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠান আমি উন্নয়ন বঞ্চিত এসব এলাকার উন্নয়ন করবো। কর্মসংস্থানের ব্যবস্থা করবো বেকারদের। 

২০১৮ সালের বিএনপির আলেচিত সর্ব কনিষ্ঠ এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আবারো নির্বাচনী মাঠে নেমেছেন। এবারো বিএনপির সর্ব কনিষ্ঠ এমপি প্রার্থী তিনি।  বিএনপির প্রাথমিক প্রার্থী হিসেবে শেরপুর-১ আসনে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। 

গতকাল ১০ ডিসেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে ৭নং, ৬নং চর, গোয়ালপাড়া ও পয়েস্তিরচর এলকায় বাড়ি বাড়ি যান এবং গণসংযোগ করেন। তিনি একাধিক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

এসময় তিনি ২০১৮ সালে তার ওপর হামলা, অল্পের জন্যে প্রাণে বেঁচে যাওয়া, পরে তার চাকরি চলে যাওয়া তার ওপর নানা নির্যাতনের কথা তিনি তুলে ধরেন। দেন উন্নয়ন বঞ্চিত এলাকার উন্নয়ন করার প্রতিশ্রুতি। 

তিনি বলেন, আমি আপনাদের সন্তান। আমি সেবা করার জন্যই এসেছি,  আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠান আমি উন্নয়ন বঞ্চিত এসব এলাকার উন্নয়ন করবো। কর্মসংস্থানের ব্যবস্থা করবো বেকারদের। 

এসময় শেরপুর সদর উপজেলা বিএনপি সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, ম শফিউল ইসলাম চান, রফিকুল আলম শিপন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামজ্জামান রাহাত, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ মৎসজীবি দলের সাধারন সম্পাদক কামরুল হাসান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজসহ বিএনপি ও অঙ্গ দলের নেতারা উপস্থিত ছিলেন। 

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিনে চরাঞ্চলের মানুষ বঞ্চিত হয়েছে। নির্যাতনের শিকার হয়েছে। এবার উন্নয়নের পালা। চর এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এবার প্রিয়াঙ্কাকে নির্বাচিত করবে। 

বিএনপি নেতা আকরামুজ্জামান রাহাত বলেন, চর এলাকার সমস্ত নেতৃবৃন্দ প্রিয়াঙ্কার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের মেয়ে ডা: প্রিয়াঙ্কাকে নিয়ে যতই ষড়যন্ত্র করেন, কোন লাভ হবেনা। এবার প্রিয়াঙ্কাকে মানুষ এমপি নির্বাচিত করবে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি