৩ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট

সর্বমোট পঠিত : 67 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ২২ আগস্ট নিহতদের স্বজনেরা আলাদা তিনটি মামলা করেন।

জুলাই অভ্যুত্থানে সিরাজগঞ্জে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিযুক্ত করে মোট ৫৪৯ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

গতকাল রোববার (৯ নভেম্বর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম ও প্রণয় কুমার প্রামানিক এসব তথ্য নিশ্চিত করে জানান, সোমবার এই মামলার ধার্য্য তারিখ নির্ধারিত রয়েছে।

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ২২ আগস্ট নিহতদের স্বজনেরা আলাদা তিনটি মামলা করেন।

এই তিনটি মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মোট ৯০০ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি