দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ।দাবির বিষয়ে বিকেলে সচিবালয়ে অর্থ সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হবার কথা রয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো প্রাথমিকের শিক্ষকদের অবস্থান
দশম গ্রেড বাস্তবায়নসহ ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। আজ সোমবার এ কর্মসূচির দ্বিতীয় দিন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ।দাবির বিষয়ে বিকেলে সচিবালয়ে অর্থ সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হবার কথা রয়েছে।
প্রজ্ঞাপন ছাড়া বৈঠকে কোনো ধরনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলেও জানান শিক্ষক নেতারা। এছাড়া শনিবার শিক্ষকদের ওপর হামলার সুষ্ঠুর বিচারের দাবি জানান তারা।
এর আগে গতকাল অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক ফলপ্রসূ হয়নি। বৈঠক শেষে কর্মবিরতি স্থগিত করলেও, পরে আবার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
মন্তব্য