আমি এমপি হলেও শিক্ষকদের স্যার ম্যাডামই ডাকবো- ডা: প্রিয়াঙ্কা 

আমি এমপি হলেও শিক্ষকদের স্যার ম্যাডামই ডাকবো- ডা: প্রিয়াঙ্কা 
সর্বমোট পঠিত : 200 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ও বিএনপির সর্বকনিষ্ঠ আলোচিত এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, শিক্ষকদের সবজায়গায় আলাদা একটা মর্যাদা ও সম্মান রয়েছে। শিক্ষকতা পেশার প্রতি আমার ছোট থেকেই আগ্রহ ছিলো। যে কারণে আমি নিজেও মেডিকেলের একজন টিচার। আমার শিক্ষকদের সবসময় সম্মান করে থাকি। আমি এমপি হলেও শিক্ষকদের আমি স্যার ম্যাডামই ডাকবো। শিক্ষকদের প্রতিটি দাবির প্রতি আমার সমর্থন রয়েছে। সংসদে যেতে পারলে আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমি কাজ করে যাবো। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। 


৯ নভেম্বর শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট (সেলিম ভূইয়া) এর সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক ম সফিউল আলম চান, রফিকুল ইসলাম শিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, শিক্ষক সমিতির সভাপতি মুহসিন আলী আকন্দ ও সাধারণ সম্পাদক আজহার আলীসহ আরো অনেকে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি