শিক্ষকেরা জানান, তারা বহুবার আলোচনায় গিয়েছেন, কিন্তু ফল পাননি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ তারা ছাড়বেন না। সম্প্রতি প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করলেও সহকারী শিক্ষকেরা সেই সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন। তবে কিছু দিন আগে ও ১১তম গ্রেডের জন্য আন্দোলন করেছিলেন সহকারী শিক্ষকেরা।
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকদের অবস্থান, সারা দেশে চলছে কর্মবিরতি
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। চলছে কর্মবিরতিও।
এ কর্মসূচি পালন করছে চারটি শিক্ষক সংগঠনের মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। অন্য দুই দাবি হলো- চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
শিক্ষকেরা জানান, তারা বহুবার আলোচনায় গিয়েছেন, কিন্তু ফল পাননি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ তারা ছাড়বেন না। সম্প্রতি প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করলেও সহকারী শিক্ষকেরা সেই সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন। তবে কিছু দিন আগে ও ১১তম গ্রেডের জন্য আন্দোলন করেছিলেন সহকারী শিক্ষকেরা।
দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন।
মন্তব্য