সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে স্ফিয়নটেক

সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে স্ফিয়নটেক
সর্বমোট পঠিত : 214 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতেই টেনিস বিশ্বের পরিচিতি পান ইগা স্ফিয়নটেক। ১৯ বছর বয়সে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতা এই পোলিশ তারকা তারপর আরও দুটি গ্র্যান্ড স্ল্যাম খেলেছেন কিন্তু চতুর্থ রাউন্ডের বেশি যেতে পারেননি। এবারের ফ্রেঞ্চ ওপেনে সেই ধারা ভাঙলেন স্ফিয়নটেক। ইউক্রেনের মার্টা কোস্টিয়ুককে সরাসরি সেটে হারিয়ে পৌঁছে গেছেন কোয়ার্টার ফাইনালে। ক্লে-কোর্ট গ্র্যান্ড স্ল্যামে নিজের একমাত্র শিরোপা ডিফেন্ড করতে নামা স্ফিয়নটেক প্রথম সেটে কিছুটা বেকায়দায় পড়েন। কস্টিয়ুক তাকে ব্রেক করে এগিয়ে যান।

কিন্তু স্ফিয়নটেক ম্যাচে ফেরেন দ্রুত। ইউক্রেনের প্রতিপক্ষকে টানা দুইবার ব্রেক করে লিড নিয়ে নেন সেটে। ৬-৩ গেমে সেট জিতে নেন অষ্টম বাছাই। দ্বিতীয় সেটেও ছিল একই চিত্র। কস্টিয়ুক ব্রেক নিলেও, নিজের সার্ভের জোরে ম্যাচে ফেরেন স্ফিয়নটেক। ৬-৪ গেমে সেট জিতে নিশ্চিত করেন নিজের কোয়ার্টার ফাইনাল।  এই জয়ে ২০০৭ সালে জুস্তিন এনার পর নারী এককের প্রথম তারকা হিসেবে টানা দুইবার রোলাঁ গারোঁ জয়ের পথে থাকলেন স্ফিয়নটেক। বুধবার গ্রিসের ১৭তম বাছাই মারিয়া সাক্কারির বিপক্ষে শেষ আটের লড়াইয়ে নামবেন তিনি। স্ফিয়নটেকই এবারের আসরে টিকে থাকা সর্বোচ্চ র‍্যাঙ্কের বাছাই নারী খেলোয়াড়। পুরুষ এককে স্ফিয়নটেকের আগে কোর্টে নামেন দুই সেরা তারকা রাফায়েল নাদাল ও নোভাজ জকোভিচ।



মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি