৫০ শতাংশ সেনা সদস্যকে মাঠ থেকে তুলে নেওয়া প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, ‘লম্বা সময় বাইরে থাকায় সেনা সদস্যদের ট্রেনিংসহ বিভিন্ন কার্যক্রম ব্যহত হচ্ছে। আমরা চাই, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেনা সদস্যরা ব্যারাকে ফিরে আসুক।’
সুষ্ঠু নির্বাচনের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনা সদর
একটি সুষ্ঠু নির্বাচনের পর ব্যারাকে ফিরবেন সেনাবাহিনীর সদস্যরা। আজ বুধবার দুপুরে চলমান কার্যক্রম নিয়ে সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সেনা সদরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান।
৫০ শতাংশ সেনা সদস্যকে মাঠ থেকে তুলে নেওয়া প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, ‘লম্বা সময় বাইরে থাকায় সেনা সদস্যদের ট্রেনিংসহ বিভিন্ন কার্যক্রম ব্যহত হচ্ছে। আমরা চাই, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেনা সদস্যরা ব্যারাকে ফিরে আসুক।’
গুমের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রশ্নে সেনা সদরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ‘সেনা ও আইসিটি অ্যাক্টকে মুখোমুখি করা ঠিক হবে না। সরকারের সিদ্ধান্তেই চলবে অভিযুক্ত সেনা সদস্যদের বিচারপ্রক্রিয়া।’
সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ ও রাজধানীসহ দেশের বিভিন্ন যায়গায় গোলাবারুদ উদ্ধারে উদ্ভেগ প্রকাশ করে সেনা সদর। এ নিয়ে অভিযান জোরদার করার কথাও জানান তাঁরা।
মন্তব্য