এ সময় আন্দোলনরত শিক্ষকেরা বলেন, ৩৭তম ব্যাচ পর্যন্ত সব কর্মকর্তা পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলেও দীর্ঘদিন ধরে তাদের ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি (ডিপিসি) সভা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে তারা পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন।
শিক্ষা অধিদপ্তরের সামনে বসেছেন পদোন্নতি না পাওয়া বিসিএসের শিক্ষকেরা
দীর্ঘ ১২ বছর ধরে পদোন্নতি না হওয়ায় অবস্থান কর্মসূচি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকেরা। এতে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকেরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ওসমান গণি রোডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ সময় আন্দোলনরত শিক্ষকেরা বলেন, ৩৭তম ব্যাচ পর্যন্ত সব কর্মকর্তা পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলেও দীর্ঘদিন ধরে তাদের ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি (ডিপিসি) সভা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে তারা পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন।
তারা আরও বলেন, একই সময়ে বিসিএসের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেলেও সাধারণ শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে অব্যাহত রয়েছে অযৌক্তিক বৈষম্য। এতে কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
মন্তব্য