জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী

সর্বমোট পঠিত : 219 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে, নদীর বালি বা অন্যের জমি দখল করে—তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করে বলেন, ‘সমাজের সজ্জন মানুষ, ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, কৃষক—প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবেন। কিন্তু হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন, যারা জনপদে রক্ত ঝরিয়েছেন—তারা বিএনপির সদস্য হতে পারবেন না।’

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াত এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এক নেতা বলেছেন—নির্বাচন হতেও পারে, নাও হতে পারে। তাদের এই বক্তব্য শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে।’

আজ বুধবার দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে, নদীর বালি বা অন্যের জমি দখল করে—তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করে বলেন, ‘সমাজের সজ্জন মানুষ, ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, কৃষক—প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবেন। কিন্তু হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন, যারা জনপদে রক্ত ঝরিয়েছেন—তারা বিএনপির সদস্য হতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘সমাজবিরোধীরা যদি দলে যোগ দিতে না পারে, তাহলে ৯০ শতাংশ মানুষ বিএনপির পতাকাতলে আসবে।’

বিগত সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন এবং গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি