ঐকমত্য কমিশনের উদ্দেশ্য স্পষ্ট নয়: সালাহউদ্দিন

সর্বমোট পঠিত : 211 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদের যে দলিল স্বাক্ষরিত হয়েছে, তা এখন কার্যত অনুপস্থিত। এ সনদে কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবই সামনে এসেছে। কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা। কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছে, তা বরং জাতিকে বিভক্ত ও অনৈক্যের দিকে ঠেলে দেবে।’

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর লেকশোর হোটেলে এক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি মন্তব্য করেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে।

সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদের যে দলিল স্বাক্ষরিত হয়েছে, তা এখন কার্যত অনুপস্থিত। এ সনদে কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবই সামনে এসেছে। কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা। কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছে, তা বরং জাতিকে বিভক্ত ও অনৈক্যের দিকে ঠেলে দেবে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘তাদের উদ্দেশ্য কী এবং তারা কী অর্জন করতে চায়, তা স্পষ্ট নয়।’

জুলাই সনদের যে দলিল স্বাক্ষরিত হয়েছে, তা জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরপিও ও জোটের প্রতীক ইস্যুতে সালাহউদ্দিন বলেন, ‘জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো চাইলে নিজেদের প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে—এটাই যৌক্তিক। কিন্তু এখন বলা হচ্ছে, জোটবদ্ধ হলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, যা বিএনপির প্রত্যাশার সঙ্গে যায় না।’

এ সময় অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি