মে মাসে আইসিসির সেরা তিনে মুশফিক

মে মাসে আইসিসির সেরা তিনে মুশফিক
সর্বমোট পঠিত : 227 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ বছরের জানুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নেয় প্রতি মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার। প্রথম চার মাস বাংলাদেশের কোনো খেলোয়াড় সে পুরস্কারের জন্য মনোনীত না হলেও ধারা ভাঙল মে মাসে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের বরাতে মে মাসে ‘আইসিসি সেরা খেলোয়াড় (পুরুষ)’-এর জন্য মনোনীত হয়েছেন মুশফিকুর রহিম।

মুশফিকের পাশাপাশি এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কার প্রাভিন জয়াউইক্রামা। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে মুশফিক করেন ২৩৭ রান। প্রথম ম্যাচে করেন ৮৪। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে অনবদ্য ১২৫। তার দুর্দান্ত এ দুই ইনিংসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। শেষ ম্যাচে মুশফিক ব্যর্থ হলে হারে বাংলাদেশও।


এ ছাড়া, বাকি দুই মনোনীতদের মধ্যে হাসান আলি জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলে ১৪ উইকেট তুলে নেন। জয়াউইক্রামা বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলে তুলে নেন ১১টি উইকেট। যা অভিষিক্ত কোনো শ্রীলঙ্কান বোলারের সেরা পারফরমেন্স।


মে মাসে ‘আইসিসি সেরা খেলোয়াড় (নারী)’ -এর জন্য মনোনীত হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস, আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও লিয়াহ পল।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি