কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বমোট পঠিত : 3,093 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, মরদেহে একটি বড় লাল চাঁদর জড়ানো ছিল। তবে শরীরের চামড়া উঠে যাওয়ায় এবং অর্ধগলিত হওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। আজ শনিবার সকাল ১০টায় সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, সকালের জোয়ারে মরদেহটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে বলে জানায় স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমরা সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।’

আরেক প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম বলেন, ‘দূর থেকে লাল কম্বল মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি মরদেহ। এরপর আমরা পুলিশকে খবর দিই।’

খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।’

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, মরদেহে একটি বড় লাল চাঁদর জড়ানো ছিল। তবে শরীরের চামড়া উঠে যাওয়ায় এবং অর্ধগলিত হওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি