শেরপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো: নাঈম হাসান উজ্জ্বল এসব তথ্য নিশ্চিত করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গনতন্ত্র ফিরে আসেনি। আগামীদিনেও যেকোন লড়াই সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্য নিয়েই শেরপুর জেলা ছাত্রদলের ১ হাজারের অধিক নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছে।
ঝড় বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে যোগ দিলেন শেরপুর জেলা ছাত্রদলের ১ হাজার নেতাকর্মী
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ১ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছে শেরপুর জেলা ছাত্রদল।
৩ আগষ্ট ভোরে শেরপুর জেলার অধিনস্থ সদর, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বাস,মাইকো ট্রেনসহ বিভিন্ন মাধ্যমে সমাবেশের উদ্দেশ্যে ঢাকায় পৌঁছান। এনিয়ে পৃথক পৃথক ভাবে এসব ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।
রাজধানীর কাঁটাবন এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: হাসেম আহম্মেদ সিদ্দিক বাবু এবং সাধারন সম্পাদক মো: নাঈম হাসান উজ্জ্বল নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়। শেরপুর জেলা ছাত্রদলের টিম লিডার কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক মো: বিপ্লব শিকদার মিছিলে যোগদেন।
শেরপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো: নাঈম হাসান উজ্জ্বল এসব তথ্য নিশ্চিত করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গনতন্ত্র ফিরে আসেনি। আগামীদিনেও যেকোন লড়াই সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্য নিয়েই শেরপুর জেলা ছাত্রদলের ১ হাজারের অধিক নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছে।
মন্তব্য