এনসিপি নেতাদের নিয়ে ‘ট্রল’, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার

সর্বমোট পঠিত : 3,826 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বিক্ষুব্ধরা জানান, গোপালগঞ্জের হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিভিন্ন হাস্যরসাত্মক পোস্টের মাধ্যমে আন্দোলনকারীদের অপমান ও উপহাস করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীদের নিয়ে ফেসবুকে ‘ট্রল’ করার অভিযোগে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুরের মোশফেকুর রহমান তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে গোপালগঞ্জে এনসিপির সভায় জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় ‘ট্রল’ করে একটি পোস্ট দেন। 

এই পোস্টের পর তাঁকে গ্রেপ্তার ও প্রত্যাহারের দাবিতে বুধবার রাত ৮টা থেকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। বিক্ষুব্ধরা জানান, গোপালগঞ্জের হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিভিন্ন হাস্যরসাত্মক পোস্টের মাধ্যমে আন্দোলনকারীদের অপমান ও উপহাস করেন তিনি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি