২৮ জুন শনিবার মধ্যরাতে শেরপুরের বাজিতখিলা থেকে উদ্ধারসহ অপহরণ মামলার প্রধান আসামিকেও গ্রেফতার করে র্যাব-১৪।
মূলহোতা কে গ্রেফতার করেছে র্যাব-১৪
রৌমারী থেকে অপহৃত স্কুল ছাত্রীকে শেরপুরে উদ্ধার
২৮ জুন শনিবার শেরপুরের বাজিতখিলা আসামিকে গ্রেফতার করে র্যাব-১৪।
কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে অপহৃত স্কুল ছাত্রী (১৩) কে শেরপুর থেকে উদ্ধার করেছে র্যাব-১৪। এসময় ঘটনার প্রধান আসামি সালমান হোসেন (২২)কে গ্রেপ্তার করা হয়। ২৮ জুন শনিবার মধ্যরাতে শেরপুরের বাজিতখিলা থেকে উদ্ধারসহ অপহরণ মামলার প্রধান আসামিকেও গ্রেফতার করে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃত সালমান হোসেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দুবলাবাড়ী গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
২৯ জুন রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১৪ অপহৃত কিশোরির মায়ের দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায়, গত ৯ জুন সন্তানদের নিয়ে নিজ বাড়ী ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে তার বোনের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানা এলাকায় বেড়াতে আসে। সেখানে বাদীনির শিশু কন্যা স্কুল ছাত্রীকে দেখে এলাকার বখাটে যুবক মোঃ সালমান হোসেন (২২) প্রেমের প্রস্তাব দেন। কিন্তু ভিকটিম রাজি না হলে ২নং বিবাদী মোঃ শাহাদত হোসেন (৫৫) কে দিয়ে মাতার নিকট বিবাহের প্রস্তাব দেয়। কিশোরীর মা উক্ত বিবাহের প্রস্তাবে রাজি না হলে গত ১৭ জুন দুপুরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন অপহৃতার মা।
এরই প্রেক্ষিতে, সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৮ জুন শনিবার দিবাগত মধ্য রাতে শেরপুর সদরের বাজিতখিলা এলাকায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার অপহরণ মামলার অপহৃত স্কুল ছাত্রী -(১৩) কে উদ্ধারসহ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সালমান হোসেন (২২) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী‘কে ২৯ জুন রবিবার রৌমারী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
মন্তব্য