হিপুরে কোস্টগার্ডের অভিযানে ৩টি ট্রলিং বোট জব্দ

সর্বমোট পঠিত : 84 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুন  সোমবার সকাল ১১ টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালীর মহিপুর থানাধীন অলীপুর এলাকার শীপবাড়ীয়া ঘাট সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে বৈধ কাগজপত্র ও লাইভ সেভিং ইকুইপমেন্ট না থাকায় ৩ টি ট্রলিং বোট (এফ বি ফেরদৌস, এফ বি সাইম এবং এফ বি বিসমিল্লাহ) জব্দ করা হয়।

পটুয়াখালীর মহিপুরে ৩টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১০ জুন)  দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুন  সোমবার সকাল ১১ টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালীর মহিপুর থানাধীন অলীপুর এলাকার শীপবাড়ীয়া ঘাট সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে বৈধ কাগজপত্র ও লাইভ সেভিং ইকুইপমেন্ট না থাকায় ৩ টি ট্রলিং বোট (এফ বি ফেরদৌস, এফ বি সাইম এবং এফ বি বিসমিল্লাহ) জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি