বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার উপপুলিশ পরিদর্শক এনামুল হক বলেন, গ্রেফতারকৃত আসামী সোহাগ মিয়া রশিদা বিড়ির নকল মোড়ক ব্যবহার করে এবং নকল সুল্ক কর লেভেল ব্যবহার করার কথা স্বীকার করেছে। নকল বিড়ি প্রস্তুত করায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
শেরপুরে ৫৫ হাজার নকল বিড়িসহ আটক ১





শেরপুরে নকল বিড়িসহ সোহাগ মিয়া (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ৫ জুন সকাল ১১টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী পনে তিনানীপাড়া গ্রাম থেকে ৫৫ হাজার নকল রশিদা বিড়িসহ তাকে আটক করে শেরপুর সদর থানা পুলিশ।
আটক সোহাগ মিয়া শেরপুর সদর উপজেলার তারাগর গাংপাড়ের মৃত আসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সদর থানার এসআই এনামুল হক সিদ্দিকী সঙ্গীয় ফোর্স কামরুল হাসান, জরিহুল ইসলাম, ড্রাইভার আতিকসহ থানা এলাকায় জরুরী কিলো-২ ডিউটি কালে বৃহস্পতিবার সকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ব্যাক্তি শেরপুর থেকে নকল রশিদা বিড়ি নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানাধীন সূর্য্যদী পনে তিনআনী পাড়া এলাকার শেরপুর টু ময়মনসিংহ মহাসড়কে পৌছামাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যাক্তি দুইটি বস্তা নিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় লোকটিকে আটক করি। আটককৃত ব্যাক্তির কাছে থাকা দুইটি বস্তা তল্লাশি করে ৫৫ হাজার নকল রশিদা বিড়ি জব্দ করি। জব্দকৃত নকল বিড়ির আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার উপপুলিশ পরিদর্শক এনামুল হক বলেন, গ্রেফতারকৃত আসামী সোহাগ মিয়া রশিদা বিড়ির নকল মোড়ক ব্যবহার করে এবং নকল সুল্ক কর লেভেল ব্যবহার করার কথা স্বীকার করেছে। নকল বিড়ি প্রস্তুত করায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য