শেরপুরে নকল বিড়িসহ আটক-১

সর্বমোট পঠিত : 1,618 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুর সদর থানার উপপুলিশ পরিদর্শক এনামুল হক জানান, এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের চলমান রয়েছে। 

​​​​​​​শেরপুরে নকল বিড়িসহ সোহাগ মিয়া (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ ৫ জুন বেলা এগারোটার দিকে সূর্যদি এলাকা থেকে ৫৫ হাজার নকল রশিদা বিড়িসহ তাকে আটক করে শেরপুর সদর থানা পুলিশ। 

আটক সোহাগ মিয়া শেরপুর সদর উপজেলার তারগর গাংপাড়ের মৃত আসিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার উপপুলিশ পরিদর্শক এনামুল হক। 

পুলিশ জানায়, সরকারি টেক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে শেরপুরের ৩০ নং রশিদা বিড়ি নকল করে বাজারে বিক্রি করছে একটি চক্র।  গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ জুন বেলা এগারোটার দিকে শেরপুর ঢাকা মহাসড়কের সূর্যদ্দী এলাকায় অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে ৫৫ হাজার নকল বিড়িসহ আটক করা হয়। 

শেরপুর সদর থানার উপপুলিশ পরিদর্শক এনামুল হক জানান, এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের চলমান রয়েছে। 

উল্লেখ্য শেরপুরে একাধিক স্থানে দীর্ঘদিন ধরে সরকারি টেক্স ফাঁকি দিয়ে ৩০ নং রশিদা বিড়ি নকল করে বাজারে বিক্রি করছে একটি চক্র। এতে সরকার প্রতিমাসে কোটি টাকার টেক্স প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি