ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ 

সর্বমোট পঠিত : 67 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এদিকে, কমলাপুর রেলস্টেশনেও সকাল থেকে ভিড় রয়েছে যাত্রীদের। তবে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে, স্টেশনে চেকিং ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।

স্বজনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি। ঈদের আগে আজ ছিল শেষ কর্মদিবস। 

রাজধানীর গাবতলী, মহাখালী, কল্যাণপুরসহ বিভিন্ন বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের চাপ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে যাত্রী সংখ্যা। 

ঈদের আগে শেষ কাজ করে অনেকে বুধবারই রওনা হচ্ছে বাড়ির পথে। তাই রাত থেকে ভিড় আরও বাড়ার কথা জানিয়েছে বাস সংশ্লিষ্টরা। 

যাত্রীচাপ থাকায় টার্মিনালগুলোর আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। 

এদিকে, কমলাপুর রেলস্টেশনেও সকাল থেকে ভিড় রয়েছে যাত্রীদের। তবে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে, স্টেশনে চেকিং ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি