প্রভোস্ট কমিটির বৈঠকে সিদ্ধান্ত

ঢাবির আবাসিক হল খুলছে ১ অক্টোবর

ঢাবির আবাসিক হল খুলছে ১ অক্টোবর
সর্বমোট পঠিত : 360 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আমাদের সব শিক্ষার্থীকে এখনো টিকার আওতায় আনা সম্ভব হয়নি। আশা করছি সেপ্টেম্বরের মধ্যেই সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে। টিকা গ্রহণের শর্তে নভেম্বর থেকে সব শিক্ষার্থীর জন্য হল খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রভোস্ট কমিটির এক বৈঠকে আগামী ১ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল খোলার সিদ্ধান্ত নেয়া হয়।   

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এসময় ড. গোলাম রাব্বানি বলেন, আমাদের সব শিক্ষার্থীকে এখনো টিকার আওতায় আনা সম্ভব হয়নি। আশা করছি সেপ্টেম্বরের মধ্যেই সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে। টিকা গ্রহণের শর্তে নভেম্বর থেকে সব শিক্ষার্থীর জন্য হল খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে ‘আগামী ১ অক্টোবর থেকে মূলত অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৪ আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রভোস্টরা এ সিদ্ধান্ত নেন।

এদিকে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কার্যক্রম চালু ও হল খোলার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীসহ সুধী মহল।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি